জাতীয় বিশ্ববিদ্যালয়: মূল ক্যাম্পাসে ভর্তি শিক্ষার্থীদের পাশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থার নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালুর যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আগেই। এবার মূল ক্যাম্পাসে ওই সব কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তাঁদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির পার্শ্ববর্তী কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির ব্যবস্থা করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এ–সংক্রান্ত চিঠি দেয় মন্ত্রণালয়। ইতিমধ্যে বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য এ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (অন ক্যাম্পাসে) স্নাতকে (সম্মান) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আগেই নির্দেশ দিয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে মূল ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এ নিয়ে ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাল্টাপাল্টি চিঠি চালাচালির ঘটনা ঘটলেও বিষয়টির সুরাহা হচ্ছিল না।

এ রকম পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্নাতক প্রোগ্রাম চালু করা–সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২৩ মে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়ে এ নির্দেশ দেয়। এখন ইতিমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ে নতুন নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন