নিজস্ব আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং করছে ব্রিকস

ছবি: ফাইল ছবি

বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে প্রতিবছর র‌্যাঙ্কিং প্রকাশ করে বিভিন্ন সংস্থা। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ করে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএস (কোয়াককোয়ারেল সাইমন্ডস) বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করে। এ ছাড়া আরও সংস্থা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবার ব্রিকস জোট নিজস্ব আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং তৈরি করতে যাচ্ছে।

গত মাসে ব্রিকসের শিক্ষামন্ত্রীরা দক্ষিণ আফ্রিকায় এক বৈঠক করেন। সেখানে তাঁরা একমত হন, ব্রিকস দেশগুলোর নিজস্ব আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং থাকবে। রাজনৈতিক কারণে রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোকে বিদ্যমান আন্তর্জাতিক র‌্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হচ্ছে বলে মনে করে মস্কো।

বৈঠকে রাশিয়ার বিজ্ঞান ও উচ্চশিক্ষা-বিষয়ক উপমন্ত্রী কনস্ট্যানটিন মোগিলেভস্কি বিশ্ববিদ্যালয়গুলোর নতুন র‌্যাঙ্কিং করার ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্বসম্প্রদায়ের জন্য এখন প্রয়োজন নতুন ফ্রেমওয়ার্ক। এরপরই ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার শিক্ষামন্ত্রীরা এ বক্তব্য সমর্থন দেন।

ব্রিকস জোটে বিশ্বের মোট জনসংখ্যার ৪২ শতাংশ। আর জিডিপির ক্ষেত্রে বিশ্বের মোট জিডিপির ২৩ শতাংশ এই পাঁচ দেশের। তথ্যসূত্র: এএফপি ও ইকোনামিকস টাইমস