সৌদির কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়ার সুযোগ

বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। এ বৃত্তিতে স্নাতকোত্তর, পিএইচডি ও এমবিএ প্রোগ্রামে পড়া যাবে। ‘ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ’–এর আওতায় বিদেশি শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।

প্রয়োজনীয় কাগজপত্র

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

  • তিনটি রেফারেন্স লেটার

  • জীবনবৃত্তান্ত

  • পাসপোর্ট সাইজের ছবি

  • রিসার্চ প্রপোজাল

  • আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের বিস্তারিত জানতে http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/StartApplications.aspx ও http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx তে ক্লিক করতে পারেন।

আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৩।