আমেরিকার রেসিডেন্স পেপার প্রতিযোগিতা, অংশ নিতে পারবেন বাংলাদেশি সার্জনরাও

বিশ্বের সব সার্জিক্যাল প্রশিক্ষণার্থীর জন্য রেসিডেন্স পেপার প্রতিযোগিতার আয়োজন করেছে আমেরিকান কলেজ অব সার্জনস (এসিএস)। বাংলাদেশি সাার্জিক্যাল প্রশিক্ষণার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সব শাখার সার্জিক্যাল প্রশিক্ষণার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশিদের জন্য আগামী ১০ সেপ্টেম্বর একটি প্রতিযোগিতার আয়োজন করবে আমেরিকান কলেজ অব সার্জনস।

বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আমেরিকান কলেজ অব সার্জন (এসিএস) এটিএলএস গ্লোবাল সিম্পোজিয়াম মার্চ ২০২৪-এর জন্য একটি রেসিডেন্স পেপার প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে বাংলাদেশি প্রতিযোগীদের জন্য আগামী ১০ সেপ্টেম্বর একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করবে এসিএস। চূড়ান্ত প্রতিযোগীরা আগামী ২৯ অক্টোবর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক XVI বার্ষিক সভায় (ভার্চ্যুয়াল) প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন। আঞ্চলিক XVI মিটিং থেকে বিজয়ী প্রতিযোগীরা এটিএলএস গ্লোবাল সিম্পোজিয়াম মার্চ ২০২৪-এ রেসিডেন্স পেপার উপস্থাপন করবেন। প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে হবে। পরবর্তী সময়ে প্রতিযোগী বিমানভাড়া এবং তিন দিন হোটেলে থাকাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে এসিএস দ্বারা পুরস্কৃত হবেন।

আগ্রহী সার্জিক্যাল প্রশিক্ষণার্থীদের ৩০ আগস্টের মধ্যে তাঁদের কাগজপত্র বিসিপিএসের দক্ষতা উন্নয়ন বিভাগের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

**বিসিপিএসের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন