পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন ৪ চিকিৎসক
চারজন চিকিৎসক পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন। এ পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৭ জুলাই মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া চার চিকিৎসক হলেন মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, পরিতোষ কুমার সরকার, মোহাম্মদ শাহ জহিরুল হক চৌধুরী ও আফজাল মমিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসে কর্মরত কর্মকর্তাদের অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/ পদায়ন করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৩-এ ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতন পাবেন তাঁরা।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগ দেবেন। বদলি/ পদায়নকৃত কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।