শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদে বড় পদোন্নতি
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অধ্যাপক পদে বড় ধরনের পদোন্নতি হয়েছে। একসঙ্গে আজ বিভিন্ন বিষয়ের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৬৮৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।
আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মূলত আগের পদে রেখেই পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পাওয়া অধ্যাপকদের মধ্যে বাংলা বিষয়ে ৬১ জন, ইংরেজিতে ৫৯ জন, অর্থনীতিতে ৩৮ জন, আরবিতে ২ জন, ইসলামি শিক্ষায় ১৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩৭ জন, ইতিহাসে ৩৪ জন, উদ্ভিদবিদ্যায় ৩৪ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ২ জন, গণিতে ৩০ জন, দর্শনে ৩৩ জন, পদার্থবিদ্যায় ৩৬ জন, পরিসংখ্যানে ৪ জন, প্রাণিবিদ্যায় ৩৭ জন, ব্যবস্থাপনায় ৪৮ জন, ভূগোলে ১৮ জন, মার্কেটিংয়ে ১ জন, মৃত্তিকাবিজ্ঞানে ১ জন, মনোবিজ্ঞানে ৭ জন, রসায়নে ৪২ জন, রাষ্ট্রবিজ্ঞানে ৬৫ জন, সমাজকল্যাণে ১৪ জন, সমাজবিজ্ঞানে ১৬ জন ও হিসাববিজ্ঞান বিষয়ে ৪৭ জন কর্মকর্তা রয়েছেন।
এ ছাড়া টিটিসির (টিচার্স ট্রেনিং কলেজ) বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, গণিত, শিক্ষা ও গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বিষয়ে একজন করে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।