জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা রাজশাহী কলেজ

রাজশাহী কলেজ
ফাইল ছবি: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাঙ্কিং ২০১৮-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কেপিআইর ভিত্তিতে দেশসেরা হয়েছে রাজশাহী কলেজ। ২০১৫ ও ২০১৭ সালেও দেশসেরা কলেজ নির্বাচিত হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে এ ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৮৮১টি স্নাতক পাঠদানকারী কলেজের ২০১৮ সালের কলেজ র‍্যাঙ্কিংয়ের জন্য অনলাইনে তথ্য প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সারাদেশ থেকে ২৯১টি কলেজ আবেদন করে। আবেদন যাচাই-বাছাই করে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। পরে কেপিআইর ভিত্তিতে জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রামে ১০টি, রাজশাহীতে ১০টি, খুলনায় ১০টি, বরিশালে ৪টি, সিলেটে ৬টি, রংপুরে ১০টি, ময়মনসিংহে ৮ টিসহ মোট ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

র‍্যাঙ্কিং অনুযায়ী জাতীয় পর্যায়ে ৭০.৫৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ, দ্বিতীয় হয়েছে সরকারি এডওয়ার্ড কলেজ, তৃতীয় হয়েছে সরকারি আজিজুল হক কলেজ, চতুর্থ হয়েছে আনন্দ মোহন কলেজ আর পঞ্চম হয়েছে কারমাইকেল কলেজ।
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ লালমাটিয়া মহিলা কলেজ। জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে ঢাকা কমার্স কলেজ।

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমানের সভাপতিত্বে এই ফলাফল ঘোষণা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য নিজামউদ্দিন আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও গাজীপুরে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন