বিএসএমএমইউর ফেলোশিপের আবেদন শেষ ১০ জুন, কোর্স ফি ১০০০০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম’–এর জন্য আবেদন গ্রহন চলছে। বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধীনে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশন পরিচালিত জুলাই ২০২৩ সেশনে এক বছর মেয়াদি “অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম”–এর জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে।’
আবেদনের যোগ্যতা
নিউরোসার্জারি বিষয় এমএস/এফসিপিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০-৬-২০২৩)। সরকারি-বেসরকারি ও বিএসএমএমইউর প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শর্ত
কোর্সটি সার্বক্ষণিক। নির্বাচিত প্রার্থীদের সার্বক্ষণিকভাবে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কোর্স ফি ১০ হাজার টাকা। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। কোর্স শুরুর সময় স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশনের অ্যাকাউন্টে caution Money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ
আবেদন ফরমের ফি বাবদ ২০০ টাকা জমা দিয়ে অফিস চলাকালীন সময়ে বিএসএমএমইউর সি-ব্লকের পঞ্চমতলায় ৫০৬ নম্বর রুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১০ জুন।