বিএসএমএমইউতে ভর্তির সুযোগ পাচ্ছেন ১৭৪ বিদেশি শিক্ষার্থী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ-২০২৪ রেসিডেন্সি ফেইজ-এ কোর্সে বিভিন্ন অনুষদে মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। গতকাল সোমবার (২৬ জুন) বিএসএমএমইউর বিদেশি শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ভর্তিসংক্রান্ত হালনাগাদ তালিকায় এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত হালনাগাদ তালিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীন বিভিন্ন বিভাগে ৫৪ জন, পেডিয়াট্রিকস অনুষদে ২১ জন, সার্জারিতে ৫৭ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যালে ২৭ জন, দন্তচিকিৎসা অনুষদের ১৫ জনসহ মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

আরও পড়ুন