বিএসএমএমইউতে ভর্তির সুযোগ পাচ্ছেন ১৭৪ বিদেশি শিক্ষার্থী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মার্চ-২০২৪ রেসিডেন্সি ফেইজ-এ কোর্সে বিভিন্ন অনুষদে মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। গতকাল সোমবার (২৬ জুন) বিএসএমএমইউর বিদেশি শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ভর্তিসংক্রান্ত হালনাগাদ তালিকায় এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত হালনাগাদ তালিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীন বিভিন্ন বিভাগে ৫৪ জন, পেডিয়াট্রিকস অনুষদে ২১ জন, সার্জারিতে ৫৭ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যালে ২৭ জন, দন্তচিকিৎসা অনুষদের ১৫ জনসহ মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।