উচ্চশিক্ষার জন্য লন্ডন বিশ্বের সেরা, ঢাকার অবস্থান কোথায়

বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসেন এমন তালিকায় ১৪৯ নম্বরে থাকা ঢাকার স্কোর ৪৪.১
ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন তালিকা প্রকাশ করে প্রতিবছর। এ বছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের পর ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ ২০২৪’ শীর্ষক একটি তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহর কোনগুলো, সেটির তালিকা প্রকাশ করা হয়েছে। ইউরোপ ও এশিয়ার শহরগুলো আছে তালিকায়।

আরও পড়ুন
তালিকায় এশিয়ার ৪৯টি শহরের নাম এসেছে, শীর্ষে টোকিও। তালিকায় ভারতের তিনটি ও বাংলাদেশের একটি শহরের নাম আছে। তবে পাকিস্তানের কোনো শহর তালিকায় জায়গা পায়নি।

২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা ১৬০টি শহরের একটি তালিকা প্রকাশ করেছে কিউএস। তালিকায় আছে লন্ডন, মেলবোর্ন, মিউনিখ, প্যারিস, টোকিও, সিউল ও সিডনির মতো শহরগুলো। সদ্য প্রকাশিত কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র‍্যাঙ্কিংয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের কাছে সেরা শহর যুক্তরাজ্যের লন্ডন।

৬টি মানদণ্ডের ভিত্তিতে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র‍্যাঙ্কিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং; স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এমপ্লয়ার অ্যাকটিভিটি, অ্যাফোর্ডেবিলিটি এবং স্টুডেন্ট ভয়েসের ভিত্তিতে তালিকা করা হয়েছে।

আরও পড়ুন
২০২৪ সালের র‍্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের সেরা ১৬০টি শহরের একটি তালিকা প্রকাশ করেছে কিউএস
ফাইল ছবি

আড়াই লাখ মানুষ এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংঙ্কিংয়ে থাকা দুটি বিশ্ববিদ্যালয় কোনো শহরে থাকলে সেই শহরকে তালিকায় আনা হয়। ২০১৯ সাল থেকে কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিজ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে কিউএস। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়নি।

কিউএস সেরা স্টুডেন্ট সিটিজ র‌্যাঙ্কিংয়ে মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়ে লন্ডন সবার শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে জাপানের টোকিও ও দক্ষিণ কোরিয়ার সিউল। টোকিও ৯৮, সিউল ৯৬.৭ স্কোর।

আরও পড়ুন

এরপর সেরা ১০–এ অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৯৭.৩), জার্মানির মিউনিখ (৯৭.১), ফ্রান্সের প্যারিস (৯৬.৩), অস্ট্রেলিয়ার সিডনি (৯৬.২), জার্মানির বার্লিন (৯৫), সুইজারল্যান্ড (৯৫) এবং যুক্তরাষ্ট্রের বোস্টন (৯২.৩)।

এরপর আছে কানাডার টরন্টো (৯২.১), অস্ট্রিয়ার ভিয়েনা (৯১.১), কানাড মন্ট্রিয়ল (৯০.৯), জাপানের কিয়োটো–ওসাকা–কোবে (৯০.৮), সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি (৯০.৭), যুক্তরাজ্যের এডিনবার্গ (৯০.২), আমেরিকার নিউইয়র্ক (৮৯.৬), কানাডার ভ্যাঙ্কুভার (৮৮.৭), সুইজার‌ল্যান্ডের লুজান (৮৭.৫), আমেরিকার সানফ্রান্সিসকোর স্কোর (৮৭.৪)।

আরও পড়ুন

তালিকায় এশিয়ার ৪৯টি শহরের নাম এসেছে, সবার শীর্ষে রয়েছে টোকিও। তালিকায় ভারতের তিনটি ও বাংলাদেশের একটি শহরের নাম আছে। তবে পাকিস্তানের কোনো শহর তালিকায় জায়গা পায়নি। তালিকার ১৪৯ নম্বরে থাকা ঢাকার স্কোর ৪৪.১।

আরও পড়ুন