শ্রেণিকক্ষের জন্য নতুন এআই রোডম্যাপ প্রকাশ করল ইউনেসকো
শ্রেণিকক্ষের (ক্লাসরুম) জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) রোডম্যাপ প্রকাশ করেছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো। গত বৃহস্পতিবার ৪০ জনের বেশি শিক্ষামন্ত্রীর এক অনলাইন সভায় এ রোডম্যাপ প্রকাশ করা হয়। সভায় প্রথমবারের মতো এ বৈঠকে সবার জন্য নিরাপদ ডিজিটাল পদ্ধতির নকশার একটি নতুন পথনির্দেশনা ঘোষণা করা হয়। শ্রেণিকক্ষে চ্যাটবট ব্যবহারের ঝুঁকি এবং সেগুলো অন্বেষণ করার কথা বলা হয় সভায়।
ইউএন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেসকো) বৃহস্পতিবার একটি যুগান্তকারী অনলাইন সভায় ৪০ জনের বেশি মন্ত্রীকে আমন্ত্রণ করে।
ইউনেসকোর ওই সভায় বলা হয়, সারা বিশ্বের ১০ শতাংশের কম স্কুল ও বিশ্ববিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সফটওয়্যার চ্যাটজিপিটির মতো সরঞ্জামগুলো ব্যবহার করার বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করে।
শিক্ষায় এআইয়ের ব্যবহারের ওপর নতুন রোডম্যাপ বিবেচনা করার সময় শিক্ষামন্ত্রীরা নানা পরিকল্পনার কথা জানান। মন্ত্রীরা এই সরঞ্জামগুলোকে পাঠ্যক্রম, শিক্ষাদানপদ্ধতি ও পরীক্ষায় সর্বোচ্চ কীভাবে একীভূত করা যায় এবং এআইকে শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেছেন।
ইউনেসকোর শিক্ষাবিষয়ক সহকারী মহাপরিচালক স্টেফানিয়া জিয়ান্নিনি বলেন, ‘এআই শিক্ষার জন্য নতুন দিগন্তের শুরু ও চ্যালেঞ্জ তুলে ধরছে। নতুন এআই প্রযুক্তি যেন শিক্ষার সঙ্গে একীভূত হয়, তা নিশ্চিত করার জন্য আমাদের জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তা, অন্তর্ভুক্তি, বৈচিত্র্য, স্বচ্ছতা ও গুণমানকে অগ্রাধিকার দেওয়া আমাদের কর্তব্য।’
৪৫০টির বেশি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ওপর চালানো ইউনেসকোর জরিপ অনুসারে, শক্তিশালী এআই অ্যাপগুলোর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
ইউনেসকোর মতে, বিশ্বব্যাপী সরকারগুলো দ্রুত বিকশিত শিক্ষার রোডম্যাপে যথাযথ নীতি প্রতিক্রিয়া গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সুরক্ষা ও অন্যান্য নিয়ন্ত্রক কাঠামোর ওপর জাতীয় কৌশলগুলো আরও বিকাশ বা পরিমার্জন করছে সরকারগুলো।
আলোচনায় অনেক শিক্ষামন্ত্রী নতুন যুগে শেখার সহায়ক হিসেবে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। ইউনেসকোর মতে, এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের নির্দেশনা ও প্রশিক্ষণের দরকার আছে।
ইউনেসকো শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহারের পাশাপাশি শ্রেণিকক্ষের জন্য ছাত্র ও শিক্ষকদের জন্য এআই দক্ষতার কাঠামোর নীতি–নির্দেশিকাও তৈরি করছে। সংস্থাটি বলছে, এই নতুন উপকরণগুলো নিয়ে আগামী ৪ থেকে ৭ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে ডিজিটাল লার্নিং সপ্তাহের সময় চালু করা হবে।