কুড়িগ্রামের ৯৮ শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হলেন
আরও ৯৮ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলেন। তাঁরা সবাই কুড়িগ্রামের তিন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক। আজ সোমবার (৬ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের পদোন্নতির বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯-এর বিধি ৫ (১) অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের রৌমারী, চিলমারী, চররাজিবপুর উপজেলার ৯৮ সহকারী শিক্ষককে ২০১৫ সালের গ্রেড-১১–এর (১২,৫০০-৩০,২৩০ বেতনক্রমে) ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্ত সাপেক্ষে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হলো।
আদেশে আরও বলা হয়েছে, পদোন্নতি পাওয়া শিক্ষকদের ১২ নভেম্বরের মধ্যে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে। যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতিযোগ্য নন বলে বিবেচিত হবেন। একই সঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে। যোগ দেওয়ার দুই কার্যদিবসের মধ্যে এসব শিক্ষককে পদায়ন করা হবে। চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে পদোন্নতি পাওয়া শিক্ষকদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতি পাওয়া শিক্ষকেরা প্রধান শিক্ষক পদে এক বছর শিক্ষানবিশ হিসেবে বিবেচিত হবেন। এ সময় তাঁদের আচরণ সন্তোষজনক হলে চাকরি স্থায়ী হবে। আর তা না হলেও কর্তৃপক্ষ তাঁদের সহকারী শিক্ষক পদে ফেরত পাঠাবে।
দীর্ঘ অপেক্ষার পর গত ৩ আগস্ট লক্ষ্মীপুর জেলার তিনটি উপজেলায় ২০১ শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া শুরু হয়। এরপর টাঙ্গাইলে ২০২, নরসিংদীতে ৭৩ ও কুষ্টিয়ায় ৮০ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়। গতকাল রোববার গোপালগঞ্জের ৬৯ শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হয়। আজ কুড়িগ্রামের আরও ৯৮ শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হলেন।
পদোন্নতি পাওয়া শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।