জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন কোষাধ্যক্ষ হুমায়ুন কবির

অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদের স্থলাভিষিক্ত হচ্ছেন। কামালউদ্দীন আহমদের মেয়াদ গত ২৬ নভেম্বর পূর্ণ হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোষাধ্যক্ষ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অথবা অবসর অব্যবহিত–পূর্ব পদের সমপরিমাণ বেতন–ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির চৌধুরী ২০০২ সালে পিএইচডি ও ২০০৩ সালে জাপান থেকে পোস্ট–ডক্টরাল ডিগ্রি লাভ করেন। এরপর ২০১৩ সালে তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে মার্কেটিং বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োগ পান।