চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ অক্টোবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১০ম সভার ২ নম্বর সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগামী ১ অক্টোবর থেকে নির্ধারণ করা হয়েছে।