প্রতীকী ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে থ্রি মিনিট থিসিস বা থ্রিএমটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জীববিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিচালনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

আরও পড়ুন

চ্যাটজিপিটি কি স্কুলে ব্যবহার করা উচিত, কী বলছেন ভারতের ৪ শিক্ষাবিদ

আরও পড়ুন

নেদারল্যান্ডসে ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম-ওকেপি’ স্কলারশিপে বিনা খরচে পড়ার সুযোগ

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩ আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

প্রতিযোগিতায় পাওয়ার পয়েন্ট স্লাইড প্রদর্শনের সুযোগ থাকবে। এ প্রেজেন্টেশনের সর্বোচ্চ সময় হবে তিন মিনিট। তিন মিনিটে তুলে ধরতে হবে বিস্তারিত তথ্য।

প্রতিযোগিতায় অংশ নিতে http://www.ku.ac.bd/uploads/noticeboardfiles/180720230340.pdf ওয়েবসাইটে প্রকাশিত নিয়মাবলি অনুসরণ ও ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ ও পূরণের মাধ্যমে জমা দিয়েও অংশগ্রহণ নিশ্চিত করা যাবে।