সাভারের আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘পদ্মা সেতু: উন্নয়নের জয়যাত্রা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৪১ জনকে পুরস্কৃত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক কলেজ থেকে ৫০০ শিক্ষার্থী অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নাসরিন জাহান। দ্বিতীয় হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের রাফিদ হাসান। তৃতীয় স্থান লাভ করেন দুজন। তাঁরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রফিকুল ইসলাম উইমেন্স কলেজের শিক্ষার্থী সৈয়দা রাকিবা ও ঢাকা ক্যান্টনমেন্ট কলেজের আবিদা আজম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান।

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করা শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
ছবি: বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন। সভাপতিত্ব করেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারপারসন রওশন আরা। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডমিশন বিভাগের পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজলা ফাতমি। অনুষ্ঠান উপস্থাপনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক নাজিবা হক।

অনুষ্ঠানের শুরুতে ইস্টার্ন ইউনিভার্সিটির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সদস্যরা।