ইডেনে নতুন অধ্যক্ষ ফেরদৌসী বেগম, আরও ৬ কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদায়ন

অধ্যাপক ফেরদৌসী বেগম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফেরদৌসী বেগম। তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য অবসরে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ফেরদৌসী বেগম।

এদিকে গতকাল ইডেন কলেজসহ মোট সাতটি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর মধ্যে পাঁচটি কলেজে অধ্যক্ষ ও দুটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ সালেহ আহম্মদ ফকির। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উপাধ্যক্ষ বি এম আবদুল হান্নান ওই কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন। ওই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক মো. শওকত আলী। ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মো. মনজুরুল ইসলাম। ময়মনসিংহ সরকারি মহিলা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের অধ্যাপক মুশফীক আহাম্মদ। রাজধানীর লালমাটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে সংযুক্ত হয়েছেন সরকারি বাঙলা কলেজের অধ্যাপক নাজনীন আক্তার চৌধুরী।

আরও পড়ুন
আরও পড়ুন