তাপমাত্রা ১০-এর নিচে, রাজশাহীর স্কুল বন্ধ ঘোষণা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)ছবি: সংগৃহীত

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার কারণে রাজশাহী জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ রোববার ও সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে জেলার সব প্রাথমিক বিদ্যালয় আজ রোববারও বন্ধ থাকবে। গতকাল শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহীর অঞ্চলের অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মাউশির রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই দুই দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শুধু আজ রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন