নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটির কেরালা রাজ্যের একটি জেলার স্কুল, কলেজ, টিউশন সেন্টারসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কেরালা সরকার নিপাহ ভাইরাস প্রাদুর্ভাব কমানোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে। সংক্রমণের উত্স এবং ভাইরাস শনাক্ত করতে রাজ্য সরকার মোবাইল টাওয়ারের অবস্থানগুলো ট্র্যাক করছে।
ভারতে শিশুদের মধ্যে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরই কেরালা রাজ্য এমন সিদ্ধান্ত নিল। তবে অনেক ক্ষেত্রে বড়দের এবং বয়স্কদের আক্রান্ত হওয়ার খবরও সামনে এসেছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, কেরালা রাজ্যের কোঝিকোড় জেলায় ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্কুল, কলেজ, টিউশন সেন্টারসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্য সরকার আরও ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেপুর বন্দর কার্যক্রম স্থগিত থাকবে।
কেরালায় নিপাহ ভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ নানা উদ্যোগ নিচ্ছে।