জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ সায়েন্স ইন কেমিস্ট্রি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট (ডব্লিউএমএসসিআইই) বিষয়ে এক বছরের মাস্টার্সের ফল ২০২৩ সেশনে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এ প্রোগ্রামের ক্লাস হবে প্রতি শুক্রবার। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

*চার বছর মেয়াদি বিএসসি (সম্মান) অথবা তিন বছর মেয়াদি বিএসসির (সম্মান/পাস) সঙ্গে এক বছর মেয়াদি মাস্টার্স অথবা দুই বছর মেয়াদি স্নাতকের (পাস) সঙ্গে রসায়নে দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি;

*চার বছর মেয়াদি বিএসসি (সম্মান) অথবা তিন বছর মেয়াদি বিএসসির (সম্মান/পাস) সঙ্গে এক বছর মেয়াদি মাস্টার্স অথবা দুই বছর মেয়াদি স্নাতকের (পাস) সঙ্গে রসায়ন–সম্পর্কিত বিষয়ে দুই বছরের মাস্টার্স ডিগ্রি;

আরও পড়ুন

চীনের ছয় বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদেরও

আবেদন ফি

অনলাইনে ১ হাজার ৫০ টাকা ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং ও সরাসরি আবেদন করলে ১ হাজার টাকা ফি দিতে হবে।

আবেদন যেভাবে

রসায়ন বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণের পর বিএসসি (সম্মান/পাস) ও মাস্টার্সের সনদের/সার্টিফিকেটের সত্যায়িত কপির সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করে রসায়ন বিভাগ বরাবর পাঠাতে হবে।

পরীক্ষার বিষয় ও পদ্ধতি

এক ঘণ্টায় রসায়ন ও ইংরেজি ভাষাদক্ষতা বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুন

এবার ‘আমরণ অনশন’ শুরু করলেন শিক্ষকেরা

ভর্তিসম্পর্কিত তারিখ

ভর্তি পরীক্ষা: ২৫ আগস্ট, সকাল ১০টা;
ফল প্রকাশ: ২৫ আগস্ট;
ভর্তির তারিখ: ২৭ থেকে ৩১ আগস্ট;
ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: আগামী ১ সেপ্টেম্বর, শুক্রবার;
আবেদন পূরণসহ ভর্তিসম্পর্কিত আরও তথ্য জানতে http://juwmsc.info/ লিংকে ক্লিক করুন।

আরও পড়ুন

নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি