জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট মাস্টার্সে ভর্তির সুযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ সায়েন্স ইন কেমিস্ট্রি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট (ডব্লিউএমএসসিআইই) বিষয়ে এক বছরের মাস্টার্সের ফল ২০২৩ সেশনে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এ প্রোগ্রামের ক্লাস হবে প্রতি শুক্রবার। আগ্রহী প্রার্থীরা ২৩ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

*চার বছর মেয়াদি বিএসসি (সম্মান) অথবা তিন বছর মেয়াদি বিএসসির (সম্মান/পাস) সঙ্গে এক বছর মেয়াদি মাস্টার্স অথবা দুই বছর মেয়াদি স্নাতকের (পাস) সঙ্গে রসায়নে দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি;

*চার বছর মেয়াদি বিএসসি (সম্মান) অথবা তিন বছর মেয়াদি বিএসসির (সম্মান/পাস) সঙ্গে এক বছর মেয়াদি মাস্টার্স অথবা দুই বছর মেয়াদি স্নাতকের (পাস) সঙ্গে রসায়ন–সম্পর্কিত বিষয়ে দুই বছরের মাস্টার্স ডিগ্রি;

আরও পড়ুন

আবেদন ফি

অনলাইনে ১ হাজার ৫০ টাকা ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং ও সরাসরি আবেদন করলে ১ হাজার টাকা ফি দিতে হবে।

আবেদন যেভাবে

রসায়ন বিভাগ থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা পূরণের পর বিএসসি (সম্মান/পাস) ও মাস্টার্সের সনদের/সার্টিফিকেটের সত্যায়িত কপির সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করে রসায়ন বিভাগ বরাবর পাঠাতে হবে।

পরীক্ষার বিষয় ও পদ্ধতি

এক ঘণ্টায় রসায়ন ও ইংরেজি ভাষাদক্ষতা বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিতে হবে।

আরও পড়ুন

ভর্তিসম্পর্কিত তারিখ

ভর্তি পরীক্ষা: ২৫ আগস্ট, সকাল ১০টা;
ফল প্রকাশ: ২৫ আগস্ট;
ভর্তির তারিখ: ২৭ থেকে ৩১ আগস্ট;
ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: আগামী ১ সেপ্টেম্বর, শুক্রবার;
আবেদন পূরণসহ ভর্তিসম্পর্কিত আরও তথ্য জানতে http://juwmsc.info/ লিংকে ক্লিক করুন।

আরও পড়ুন