ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএড প্রোগ্রামে ভর্তির সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) প্রফেশনাল মাস্টার অব এডুকেশন এবং প্রাক্-মাস্টার অব এডুকেশন প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য এই দুই প্রোগ্রামে ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীরা ১১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
প্রাক্-মাস্টার অব এডুকেশন প্রোগ্রামে ভর্তিতে প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রফেশনাল মাস্টার অব এডুকেশন প্রোগ্রামে ভর্তিতে প্রার্থীর ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিসহ বিএড/বিএসএড/ডিপ-ইন-এড/ডিপিএড ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে।
চাকরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
*শিক্ষাগত যোগ্যতার সব মার্কশিট ও সনদ অনলাইন ফরম পূরণের সময় আপলোড করতে হবে।
আবেদন ফি
ভর্তি ফরমের মূল্য ১,৬০০/-(এক হাজার ছয় শ টাকা)। বিকাশের মাধ্যমে ০১৮৪১০১৩০১৩ নম্বরে জমা দিতে হবে এ টাকা।
প্রয়োজনীয় তথ্য
ভর্তির বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের www.du.ac.bd এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি–সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীকে অনলাইন ফরম পূরণে অনলাইন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হবে।
ভর্তি পরীক্ষা কবে
১৪ জুলাই বেলা ১১টায় আইইআর ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি–সম্পর্কিত কোনো তথ্য জানতে চাইলে যোগাযোগ করতে পারবেন +৮৮০১৮৯০৩১৮১০৫ নম্বরে।