বিশ্বমানের শিক্ষা, বিশ্বব্যাপী পরিচিতি ও ক্যারিয়ারের সুযোগের জন্য বিশ্বের অনেক শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্র একটি স্বপ্নের গন্তব্য। আর যাঁরা বিদেশে এমবিএ করতে চান, তাঁদের জন্যও যুক্তরাষ্ট্র একটি শীর্ষ গন্তব্য। দেশটির নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বিশ্বের নানা জরিপে সেরাদের মধ্যে জায়গা করে নেয়। ২০২৫ সালের কিউএস র্যাঙ্কিংয়েও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজনেস স্কুলগুলোর তালিকা প্রকাশ পেয়েছে। তালিকার সেরা এমবিএ প্রোগ্রামগুলো দেখে নেওয়া যাক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে অবস্থিত স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। কিউএস র্যাঙ্কিংয়ে ১০০ স্কোর অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। প্রথম বছরের জন্য মোট খরচ ১ লাখ ৩০ হাজার ৭৪৬ ডলার। এ খরচের মধ্য আছে টিউশন ফি, জীবনযাত্রার খরচ, আবাসন, চিকিৎসাবিমা ও স্বাস্থ্য ফি। বিবাহিত শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষের মোট খরচ ১ লাখ ৫৭ হাজার ২০৬ ডলার।
ফিলাডেলফিয়ায় এই বিশ্ববিদ্যালয় কিউএস র্যাঙ্কিংয়ে ১০০ স্কোরের মধ্যে মোট ৯৯ দশমিক ৮ স্কোর। প্রথম বর্ষের মোট খরচ ১ লাখ ২৭ হাজার ৭১৬ ডলার। এই অর্থ টিউশন ফি, বিশ্ববিদ্যালয়ের ফি, জীবনযাত্রার খরচ ও স্বাস্থ্যবিমা কভার করে।
হার্ভার্ড বিজনেস স্কুলের সদর দপ্তর বোস্টনে। হার্ভার্ড বিজনেস স্কুলের মোট স্কোর ৯৯ দশমিক ৪ (১০০)। প্রথম বর্ষের একজন একক শিক্ষার্থীর এমবিএ পড়তে টিউশন ফি, স্বাস্থ্যবিমা, স্বাস্থ্য ফি, কোর্স উপকরণ, আবাসন, পরিবহন, জীবনযাত্রাসহ মোট খরচ ১ লাখ ১৮ হাজার ৮৫৪ ডলার।
এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট কিউএস র্যাঙ্কিংয়ে ৯৯ দশমিক ২ স্কোর পেয়েছে। এমআইটি স্লোয়ানে এমবিএ প্রোগ্রামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মোট খরচ ১ লাখ ৫২ হাজার ২৮০ ডলার। সমস্ত খরচ এর মধ্য অন্তর্ভুক্ত।
কলাম্বিয়া বিজনেস স্কুল ১০০ স্কোরের মধ্যে ৯৬ দশমিক ৯ স্কোর পেয়েছে। প্রথম বর্ষে একজন শিক্ষার্থীর এ শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিএ পড়তে মোট খরচ ১ লাখ ৩২ হাজার ২৫৮ ডলার লাগবে। এর মধ্যে টিউশন ফি, স্বাস্থ্যবিমা, আবাসন, খাদ্য, বই, কোর্স উপকরণ, ব্যক্তিগত খরচ ও পরিবহন অন্তর্ভুক্ত।
৯৫ দশমিক ৫ স্কোরের (১০০) কেলগ স্কুল অব ম্যানেজমেন্টে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মোট খরচের পরিমাণ ১ লাখ ৬৮ হাজার ৩২৭ ডলার। এর মধ্যে টিউশন, খাবার ও বাসস্থান, বই ও সরবরাহ, ভ্রমণ, ব্যক্তিগত খরচ, স্বাস্থ্যবিমা, কম্পিউটার সরঞ্জাম এবং বিভিন্ন ফি অন্তর্ভুক্ত।
ইউনির্ভাসিটি বার্কলের কিউএস র্যাঙ্কিংয়ে এমবিএর ক্ষেত্রে স্কোর ৯৪ দশমিক ৮। ইউসি বার্কলের হাস স্কুল অব বিজনেসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মোট খরচ ১ লাখ ১৫ হাজার ৬১৬ ডলার। এর মধ্যে টিউশন ফি, আবাসন, খাবার, বই, পরিবহন, স্বাস্থ্যবিমা ও ব্যক্তিগত খরচও আছে।
ইউসিএলএ অ্যান্ডারসনের মোট স্কোর ৯৪ দশমিক ৫। সব খরচসহ প্রথম বর্ষে একজন শিক্ষার্থীর মোট খরচ ১ লাখ ৩২ হাজার ১১৬ ডলার।
৯৪ দশমিক ৪ স্কোর অর্জন করেছে শিকাগো বুথ স্কুল অব বিজনেস। একজন শিক্ষার্থী এ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে চাইলে প্রথম বর্ষের জন্য তাঁর খরচ হবে ১ লাখ ২৫ হাজার ৯৩৭ ডলার। এর মধ্যে আছে টিউশন ফি, ছাত্র পরিষেবা ফি, প্রশাসনিক পরিষেবা ফি, আজীবন ট্রান্সক্রিপ্ট ফি, বই ও কোর্স উপকরণ, আবাসন ও খাবার, বিবিধ ব্যক্তিগত খরচ ও পরিবহন ফি।
ইয়েল স্কুল অব ম্যানেজমেন্টের স্কোর ৯৪ দশমিক ২। একজন শিক্ষার্থীর জন্য প্রথম বর্ষের মোট খরচ সব চার্জসহ ১ লাখ ২৩ হাজার ৯৩৬ ডলার।