এমবিবিএস-বিডিএসে ১২৬ বিদেশি শিক্ষার্থী নির্বাচিত

স্টেথিস্কোপ

দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস বা বিডিএস কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষে নন-সার্ক কোটায় ভর্তি–ইচ্ছুক ১২৬ জন বিদেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ভারতের ২৩ জন, পাকিস্তানের ২৩, নেপালের ২২, ভুটানের ২২, শ্রীলঙ্কার ৪, মালদ্বীপের ৪, ফিলিস্তিনের ১১, আফগানিস্তানের একজন এবং অন্যান্য দেশের ১৬ শিক্ষার্থী রয়েছেন। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী বিদেশি ছাত্রদের দেশের সরকারি মেডিকেল ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস বা বিডিএস কোর্সের ২০২১-২২ শিক্ষাবর্ষে জন্য স্বাস্থ্য শিক্ষা প্রকল্পের অধীন ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের আগামী ৬ অক্টোবরের মধ্যে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সব একাডেমিক মূল প্রশংসাপত্র, একাডেমিক মার্কশিট এবং অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক নথি ভর্তির সময় অধ্যক্ষের অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাঁদের ভর্তির সময় টিউশন ফি জমা দিতে হবে। সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের ফি স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীদের সমান হবে। নির্বাচিত নন-সার্ক বিদেশি ছাত্রদের প্রত্যেক শিক্ষাবর্ষের জন্য সংশ্লিষ্ট সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে অধ্যক্ষকে শুধু পাঁচ হাজার ইউএস ডলার  (ফিলিস্তিনের ছাত্র ব্যতীত) দিতে হবে। অন্যান্য ফি (যদি প্রযোজ্য হয়) সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে।