ছেলেকে দেওয়া কথা রেখেছেন মা, ৪২ বছর বয়সে ডিগ্রি অর্জন

স্নাতক শেষে গাউন ও টুপি পরে ক্যারি অ্যান হেম্যানস
ছবি: ইউটিউব থেকে নেওয়া

চার সন্তানের মা ক্যারি অ্যান হেম্যানস। সদ্য স্নাতক শেষ করেছেন। তবে স্নাতক করাটি একটু ভিন্ন। কারণ, ছেলের অনুপ্রেরণায় মা শেষ করলেন স্নাতক। নানা কারণে হাইস্কুল শেষ করার পর আর পড়া হয়নি। স্নাতকের পর এবার করতে চান স্নাতকোত্তরও। ছয় বছর আগে ছেলে ডেনরিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সে সময় ছেলে বায়না ধরেছিলেন, ‘মা তুমিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাও।’ সে সময় ছেলের কাছে করা প্রতিজ্ঞার কারণেই ক্যারি অ্যান হেম্যানস স্নাতক শেষ করলেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪২ বছর বয়সী ক্যারি অ্যান যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি বলেন, ‘আমার ছেলে চেয়েছে যেন আমি পড়াশোনা করে স্নাতক শেষ করি। সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন ওয়াদা করেছিলাম, ওর ডিগ্রি শেষ হলে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করব। করোনার পর আমি যে বিষয়ে পড়ার জন্য পছন্দ করেছিলাম, সেটি আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমি সব সময় মানুষকে সাহায্য করতে চেয়েছি, যাদের সাহায্যের প্রয়োজন।’

আরও পড়ুন

ক্যারি অ্যান হেম্যানস তাঁর কাজের পাশাপাশিই পড়াশোনা চালিয়েছেন। তাঁর পড়াশোনার কথা পরিবারের সদস্যরা কেউ জানতে পারেননি। চুপিসারেই পড়া শেষ করেন তিনি।
ক্যারি হেম্যানস বলেন, ‘প্রায় ২০ বছর ক্লাসরুম থেকে দূরে থেকে একাডেমিক পড়াশোনা আমার কাছে নতুন নতুন লাগছিল। পড়াশোনা, পড়ার বিষয়গুলো, পরিভাষাগুলো বুঝতে না পেরে শুরুর দিকে ভিত ছিলাম। এরপরই আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করি। আমার মনে পড়ছিল লেকচারারের একটি প্রশ্ন? কেন আমি এটা করছি। উত্তর ছিল, অল্প বয়সে মা হওয়ার পর আবার পড়াশোনা শুরু করার প্রতিজ্ঞা। আমার পাঠ্য বিষয়গুলো আসলে দারুণ ছিল। তাঁরা (শিক্ষকেরা) আমার অবস্থার প্রতি সহানুভূতিশীল ছিলেন, এ জন্য আমি কৃতজ্ঞ।’

২৪ বছর পর পড়াশোনা শুরু করে ক্যারি হেম্যানস হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে বিষয়ে প্রথম বিভাগে স্নাতক করেছেন। সমাবর্তনের গাউন টুপি পরে তিনি সনদ নিয়েছেন।
ছেলে ডেনরিচ বেনচির ডাক নাম রিচি। তিনি বিবিসিকে বলেন, ‘আমি সব সময় পড়াশোনার সঙ্গে সাফল্যের সম্পর্কে বিশ্বাসী। আমি মনে করি, তুমি যত শিক্ষিত হবে, তত বেশি অর্জন করতে পারবে। খুব কম মানুষই তাদের বাবা–মায়ের শিক্ষার মধ্য বেড়ে ওঠা দেখতে পায়, আমি আমার মায়ের এই যাত্রার অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মা আমাদের ভাইবোনদের জন্য আদর্শ হয়ে উঠেছে।’

স্নাতকের ডিগ্রি নেওয়ার পরের মুহূর্তকে স্মরণ করে ক্যারি হেম্যানস বিবিসিকে বলেন, ‘আমার অর্জিত ডিগ্রি নিতে মঞ্চে ওঠা এবং পরিশ্রমের জন্য এ অর্জন খুবই আনন্দের। আমি ১৮ বছর বয়সেই এটি করতে পারলে আরও বেশি ভালো লাগত। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিবেশ, ভিন্ন অভিজ্ঞতার শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনার অভিজ্ঞতাটি ছিল এ কথায় অসাধারণ।’

ক্যারি অ্যান হেম্যানস বলেন, ‘কঠোর পরিশ্রম, আত্মোৎসর্গ, স্থির সংকল্প ও কর্মশক্তির মাধ্যমে এমন কিছু নেই যা অর্জন করা অসম্ভব।’ ক্যারি হেম্যানস পাবলিক হেলথে স্নাতকোত্তর করতে চান। বোনের সঙ্গে কৃষ্ণাঙ্গ সংখ্যালঘুদের জন্য একটি কেয়ার হোম খোলার পরিকল্পনা করছেন তিনি।

আরও পড়ুন