টাইমস হায়ার র‌্যাঙ্কিং, বিশ্বের সেরা এক হাজারে বাংলাদেশের যে ৪ বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে। ২০২৪ সালের জন্য করা র‍্যাঙ্কিংয়ের বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের ২৪টি ও পাকিস্তানের ৮টি বিশ্ববিদ্যালয় আছে। এই ৮০০-এর মধ্য বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও নেই। তবে টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৪’-এ বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে দেশের ৪টি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। তালিকায় এ বছর সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ–সাউথ বিশ্ববিদ্যালয়। গত বছর এ র‌্যাঙ্কিংয়ে ৬০১ থেকে ৮০০-এর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।

তালিকার ১০০১ থেকে ১২০০-এর মধ্যে আছে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর পরের ১২০১ থেকে ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়; কেমব্রিজ বিশ্ববিদ্যালয়; প্রিন্সটন বিশ্ববিদ্যালয়; ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি; ইম্পেরিয়াল কলেজ, লন্ডন; ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে; ইয়েল ইউনিভার্সিটি।

আরও পড়ুন