আরও তিন উপাচার্যের পদত্যাগ
ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ।
● পদত্যাগ করেছেন অন্তত ১৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ● বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন।
রাষ্ট্রক্ষমতার পালাবদলের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের পদত্যাগ চলছেই। গতকাল সোমবার পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু তাহের তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রোববার আবেদন করেন বলে গতকাল নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। এ ছাড়া সব হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন।
উপাচার্যের পর গতকাল সহ-উপাচার্য বেণু কুমার দে (একাডেমিক) ও সহ-উপাচার্য (প্রশাসনিক) মো. সেকান্দর চৌধুরী পদত্যাগ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে বুধবার দিবাগত রাতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই দাবিতে গত শুক্রবার থেকে তাঁরা উপাচার্যের বাসভবন ও প্রক্টর কার্যালয়ে তালা দিয়ে রেখেছেন।
এদিকে গতকাল পদত্যাগ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মিহির রঞ্জন হালদার ও সহ-উপাচার্য সোবহান মিয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তাঁরা পদত্যাগপত্র পাঠান। দুজনই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
গতকাল পদত্যাগ করেন নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম কবীর। রোববার তিনি রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এস এম মোস্তফা কামাল ও কোষাধ্যক্ষ কে এম সালাহ উদ্দিন। গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র প্রদান করেন তাঁরা।
এর আগে রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেন। একই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন। এর আগে গত এক সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুরে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পদত্যাগ করেন।
দেশে কার্যক্রম চালু থাকা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ৫৫টি। সরকার পতনের পর ৫ আগস্ট থেকে এর মধ্যে অন্তত ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]