ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এই ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
গত ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। পাস করেছেন ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথম হয়েছেন এস এম নাফিসুল আজিজ। তাঁর স্কোর ১০৮ দশমিক ২৮। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।
ফলাফল প্রকাশের পর তা ওয়েবসাইটে দেখা যাবে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।