পশ্চিমবঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়াতে হবে বাংলা

ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলেও বাংলা পড়ানো বাধ্যতামূলক করা হলো। এখন থেকে আর শুধু ইংরেজি নয়, স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে পড়াতে হবে বাংলাও। পুরো রাজ্যের জন্য এ নিয়ম চালু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এ নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্ত হয়েছে।

রাজ্যের শিক্ষানীতির অনুমোদন হয়েছে এ বৈঠকে। শিক্ষানীতিতে বলা হয়েছে, বাংলা ও ইংরেজি দুটি ভাষাই পড়াতে হবে রাজ্যের স্কুলগুলোতে। অর্থাৎ ইংরেজি মিডিয়াম স্কুল বলে সেখানে কেবল ইংরেজি পড়ানো হবে, সেখানে বাংলার কোনো বালাই নেই, এমনটা আর থাকছে না। বেসরকারি প্রাইভেট স্কুলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে মন্ত্রিসভা বৈঠকে একটি কমিশন গঠন করা হয়েছে।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের একজন কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘যদিও বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে পড়ানোর বিকল্প রয়েছে, তবে বেশির ভাগ শিক্ষার্থী হিন্দি বা অন্যান্য ভাষা পছন্দ করে পড়ার জন্য। ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে বাংলা শিখতে পারছে না। রাজ্য মন্ত্রিসভা এটি পরিবর্তন করছে। বাংলাকে রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর ক্ষেত্রে দ্বিতীয় ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, একজন অবসরপ্রাপ্ত বিচারককে প্রধান করে স্বাস্থ্য কমিশনের আদলে শিক্ষা কমিশন গঠন করা হবে। তিনি বলেন, ‘মহামারির সময় আমরা প্রাইভেট স্কুলগুলোতে অত্যধিক টিউশন ফি বাড়ানোর বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। এ ছাড়া সিলেবাসসংক্রান্ত অভিযোগও এসেছে। যেভাবে পরীক্ষা নেওয়া হয়, অভিযোগ আছে সেটা নিয়েও। এ কমিশন এসব বিষয় দেখবে।’

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় পড়ানো নিয়ে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন অভিভাবক ও শিক্ষাবিদরা। অনেক ক্ষেত্রেই দেখা যেত বাংলার একাধিক ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা পড়ানো হতো না। কিছু ক্ষেত্রে নিয়ম রক্ষার জন্য বাংলা পড়ানো হতো। কিন্তু সেই ভাষা কার্যত গুরুত্বহীন হয়েই থেকে যায় প্রাইভেট স্কুলে। তবে এবার আগের সেই অলিখিত নিয়ম থেকে কিছুটা পিছু হটছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী এবার ইংরেজি মাধ্যম স্কুলেও গুরুত্ব দিয়ে বাংলা পড়াতেই হবে।

আরও পড়ুন