টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং থেকে নিজেদের প্রত্যাহার করে নিল জুরিখ বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে। এটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং নামে পরিচিত।  

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইউরোপের অন্যতম জুরিখ বিশ্ববিদ্যালয়। এই র‌্যাঙ্কিং প্রদান মিথ্যা উদ্দীপনা সৃষ্টি করে অভিযোগ জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন

সুইসইনফো ডট সিএইচ নামের একটি ওয়েবসাইটে এসব কথা বলা হয়েছে। ইউরোপের অন্যতম এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি বলছে, র‌্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার গুণমানকে অগ্রাধিকার না দিয়ে প্রকাশনার সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। তাই এখন থেকে আর কোনো তথ্য টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেবে না বলে জানিয়েছে জুরিখ বিশ্ববিদ্যালয়।

গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছিল টাইমস হায়ার এডুকেশন। ২০২৪ সালের জন্য প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে জুরিখ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৮০তম।

আরও পড়ুন