জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ওই স্বাক্ষরিত চুক্তির আয়োজন করা হয়। আজ বুধবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সফট স্কিল ও অন্যান্য দক্ষতা উন্নয়নের জন্য এই সমঝোতা করা হয়।

আরও পড়ুন

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টারের পক্ষে নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডেস্কের অধীনে সমঝোতা স্মারকটি সম্পাদিত হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন