গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদন শেষ কাল
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম ও ভর্তি আবেদন শেষ হবে কাল মঙ্গলবার। ২০ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
এ–সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, ‘জিএসটি গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের অবশ্যই ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।’
গত বছরের মতো এবারও ভর্তি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে।