কাজী নজরুল ইসলাম
ছবি: নজরুল, দ্য পোয়েট রিমেমবার্ড বই থেকে নেওয়া

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল রোববার দিবসটি উপলক্ষে সকাল সোয়া ছয়টায় কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জমায়েত হবেন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তারা শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয় দেবে ৪০০ বৃত্তি, নগদ অর্থের সঙ্গে চিকিৎসা–বিমানভাড়াও মিলবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ শেষে কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চের উপাচার্যের সভাপতিত্বে বাংলা বিভাগের চেয়ারম্যানের পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আরও পড়ুন

নতুন বই ছাপাতে কোনো সংকট নেই: শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

টোয়েফলে ৮০, আইইএলটিএসে ৭ থাকলেই বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ