পাবলিক হেলথ ইন মেডিকেল এডুকেশন শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

‘পাবলিক হেলথ ইন মেডিকেল এডুকেশন’ শীর্ষক সিম্পোজিয়ামে অতিথিরা। মাল্টিপারপাস হল, আইইউবি, ঢাকা, ১০ জুনছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ‘পাবলিক হেলথ ইন মেডিকেল এডুকেশন’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ এটির আয়োজন করে।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনের সহযোগিতায় ছিল সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএমই-এর মহাপরিচালক অধ্যাপক ডা. টিটু মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিএমই-এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। উপস্থাপনায় ছিলেন আইইউবির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক কামরান উল বাসেত।

স্বাস্থ্য অধিদপ্তর, জাতিসংঘ, গণস্বাস্থ্য ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত গণস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষক ও প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।