আয়ারল্যান্ডের যেসব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো হয়

ডাবলিন সিটি ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ বিষয়ে আন্তর্জাতিক মানের কোর্স রয়েছে।
ছবি: ডাবলিন সিটি ইউনিভার্সিটির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

দেশে–বিদেশে এখন অনেকেই সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার দিকে ঝুঁকছেন। আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এ কোর্সে সাংবাদিকতার পাশাপাশি ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রোডাকশন, ফটোগ্রাফির মতো বিষয়গুলোও যুক্ত আছে।

আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ বিষয়ে আন্তর্জাতিক মানের কোর্স রয়েছে। এখানে মিডিয়া স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া ইউনিভার্সিটি অব লিমেরিক ও মায়নুথ ইউনিভার্সিটি একই ধরনের কোর্স চালু করেছে। মায়নুথ ইউনিভার্সিটির বিএ ইন মিডিয়া স্টাডিজ বিভাগে রেডিও ও টিভি প্রোডাকশনের পাশাপাশি মিডিয়া অ্যানালাইসিস সম্পর্কে পড়ানো হয়। এই ইউনিভার্সিটিতে বিএ ইন ডিজিটাল মিডিয়া বিভাগে কম্পিউটার সায়েন্সের সঙ্গে ডিজিটাল মিডিয়ার সমন্বয় করে পড়ানো হয়।

ডাবলিন ইনস্টিটিউট অব টেকনোলজির (ডিআইটি) সাংবাদিকতা কোর্স খুবই প্রসিদ্ধ। এ ছাড়া ডাবলিনের গ্রিফিত কলেজ, গ্যালওয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড সাংবাদিকতার স্নাতক কোর্স চালু করেছে। ডান লাওঘেয়ারের দ্য ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে মিডিয়া কোর্স রয়েছে। পাশাপাশি এখানে অ্যানিমেশন, ফিল্ম, টেলিভিশন প্রোডাকশন ও ফটোগ্রাফির ওপর ডিগ্রি দেওয়া হয়।

ডাবলিনের গ্রিফিত কলেজে সাংবাদিকতায় স্নাতক কোর্স চালু আছে।
ছবি: গ্রিফিত কলেজের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আয়ারল্যান্ডে মিডিয়াবিষয়ক পড়াশোনার আরেকটি সুযোগ হলো স্নাতক পর্যায়ে অন্য যেকোনো বিষয়ে পড়াশোনা করেও সাংবাদিকতার ওপর স্নাতকোত্তর করা যায়। তবে এ ক্ষেত্রে গণমাধ্যমে কাজের কিছুটা অভিজ্ঞতা যাঁদের রয়েছে, তাঁরা অগ্রাধিকার পান। এ স্নাতকোত্তর কোর্সটিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে তিন বছরের আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের মতোই পরিপূর্ণ শিক্ষা নেওয়া সম্ভব।

ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের রয়েছে অ্যাওয়ার্ড জেতা দুটি শিক্ষাবিষয়ক সংবাদপত্র ও একটি করে ক্যাম্পাস টিভি ও রেডিও স্টেশন। অনেক সাংবাদিকও এই গণমাধ্যমগুলোয় কাজ করেন। এ কলেজের সাংবাদিকতার শিক্ষার্থীদের হাতে–কলমে শিক্ষার কাজটি এসব প্রতিষ্ঠানেই দেওয়া হয়।

মায়নুথ ইউনিভার্সিটির বিএ ইন মিডিয়া স্টাডিজ বিভাগে রেডিও ও টিভি প্রোডাকশনের পাশাপাশি মিডিয়া অ্যানালাইসিস সম্পর্কে পড়ানো হয়।
ছবি: মায়নুথ ইউনিভার্সিটির ফেসবুক পেজ থেকে নেওয়া

ক্যারিয়ার
মিডিয়া বিষয়ে ডিগ্রি নিয়ে প্রথাগত সাংবাদিকতার বাইরেও কাজের সুযোগ রয়েছে। ডিজিটাল জাগতে বিশাল কর্মক্ষেত্র রয়েছে।

ডিজিটাল মার্কেটিং ও গণযোগাযোগ এই সেক্টরের শিক্ষার্থীদের কর্মসংস্থানের বড় একটি দুয়ার খুলে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে সব প্রতিষ্ঠানেরই সুন্দর যোগাযোগ কৌশল দরকার। আর সেটি সুচারুরূপে সম্পাদনের জন্য দরকার মিডিয়া বিষয়ে ডিগ্রি নেওয়া লোকবল। যে কারণে এই বিভাগের শিক্ষার্থীদের কদর বাড়ছে দ্রুত।

২০১২ সালের গ্রাড আয়ারল্যান্ড জপিরে তথ্যমতে, গণমাধ্যম বিষয়ে ডিগ্রি নেওয়াদের গড় উপার্জন বছরে ২৬ হাজার ইউরো (প্রায় ২৪ লাখ ৮৮ হাজার ৯৩৪ টাকা)। পে–স্কেল অনুযায়ী সেটি ২৬ হাজার ৫৭৭ ইউরো। তবে অনেক সংবাদপত্র, ম্যাগাজিন কিংবা টিভি চ্যানেলে বেতনের হার এর চেয়ে অনেক বেশি। আবার কোথাও এর চেয়ে কমও রয়েছে।

ছবি: গ্রিফিত কলেজের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

তবে এ পর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। শুরুতে ইন্টার্নশিপ ও ফ্রিল্যান্সিংয়ের অভিজ্ঞতা এ ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করে দিতে পারে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যত বেশি কাজ করা যাবে, তত টাকা আসবে। তবে কখনো কখনো এই পথে ভালো উপার্জন করা কঠিন হয়ে যায়।

দ্য ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে মিডিয়া কোর্স রয়েছে।
ছবি: দ্য ইনস্টিটিউট অব আর্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আয়ারল্যান্ডে বছরে ৪০-৫০ হাজার ইউরো, কখনোবা ৭০ হাজার ইউরো পর্যন্ত আয় করতে পারেন বলে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট সূত্রে জানা গেছে।