ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে নিজস্ব একটি তহবিল গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ তহবিলে অনুদান দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই), সমাজের ধনাঢ্য, দানবীর এবং শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিদের অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে কঠিন ১০ পরীক্ষা যেভাবে দেন শিক্ষার্থীরা

আরও পড়ুন

অক্সফোর্ডে বিনা মূল্যে পড়ার বৃত্তি রোডস, বছরে ২৪ লাখ-বিমান টিকিটসহ নানা সুবিধা

‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামের এ তহবিলের জন্য অনুদান সংগ্রহ কার্যক্রম আগামী শনিবার উদ্বোধন করা হবে। ওই দিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন উপাচার্য মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন

মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ, হিজাব পরতেও বাধ্য করা যাবে না

আরও পড়ুন

কমনওয়েলথ দেয় হাজারো বৃত্তি, বাংলাদেশিদেরও সুযোগ ১২ অক্টোবর পর্যন্ত

বিশ্ববিদ্যালয়ের এ-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে এই নিজস্ব তহবিল প্রতিষ্ঠা করা হয়েছে। ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামের এ তহবিলে অনুদান দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, সমাজের ধনাঢ্য, দানবীর এবং শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিদের অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তিরা শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের চেক দিতে পারবেন।