গবেষণা প্রকল্পে প্রস্তাবনা আহ্বান করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শিক্ষকদের গবেষণাকর্মে সহায়তার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পে প্রস্তাবনা আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গবেষণা শিরোনাম, উদ্দেশ্য ও যৌক্তিকতা, গবেষণার মেয়াদকাল, প্রাক্কলিত বাজেট ব্যয়ের খাতসহ অন্যান্য বিষয় উল্লেখ করতে হবে গবেষণা প্রকল্পের প্রস্তাবনায়।

আরও পড়ুন

২০২২-২৩ অর্থবছরের গবেষণা প্রকল্পগুলোর মধ্যে মানসম্পন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা থাকা সাপেক্ষে পরবর্তী ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা অনুদান বৃদ্ধি করা হতে পারে। শর্ত পূরণ সাপেক্ষে গবেষণা প্রকল্পগুলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প বাছাই ও মূল্যায়ন কমিটির মূল্যায়নের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে।

যেসব শর্তে প্রকল্প দেওয়া যাবে

  • গবেষকদের দুটি সেমিনার প্রদান করতে হবে। প্রথম কিস্তির অর্থ উত্তোলনের আগে প্রথম সেমিনার ও দ্বিতীয় কিস্তির অর্থ উত্তোলনের আগে দ্বিতীয় সেমিনার প্রদান করতে হবে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তর সেমিনারের আয়োজন করবে;

  • ২০২২-২৩ অর্থবছরের অথবা এর আগে যেসব গবেষক গবেষণার জন্য অর্থ গ্রহণ করেছেন, তাঁদের সমন্বয় সাপেক্ষে ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা প্রকল্প বরাদ্দ করা হবে;

  • বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী, চূড়ান্ত তালিকাভুক্ত গবেষককে বরাদ্দকৃত অর্থ কিস্তিতে প্রদান করা হবে;

আরও পড়ুন
  • প্রভাষক ও সহকারী অধ্যাপকদের গবেষণা প্রকল্প প্রস্তাবে আবশ্যিকভাবে একজন সুপারভাইজার থাকতে হবে, যা গবেষণা প্রকল্প বাছাই ও মূল্যায়ন কমিটি নির্ধারণ করবে। প্রসঙ্গত, যেসব প্রভাষক ও সহকারী অধ্যাপকের পিএইচডি ডিগ্রি রয়েছে, তাঁদের ক্ষেত্রে সুপারভাইজার প্রযোজ্য।

  • জমাকৃত গবেষণাপত্রটি Turnitin সফটওয়্যারের মাধ্যমে Plagiarism check করা হবে এবং তাতে ২৫ শতাংশের বেশি সাদৃশ্য থাকলে তা গ্রহণযোগ্য হবে না এবং গবেষণা প্রকল্পের প্রস্তাবনা ও প্রতিবেদন ইংরেজিতে লিখতে হবে। তবে তা বাংলা বিভাগের জন্য প্রযোজ্য নয়।

    প্রকল্প প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ে জমা কবে

    গবেষণা প্রকল্প প্রস্তাবনা আগামী ২৫ জুলাই ২০২৩ তারিখের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরে (কক্ষ নম্বর-১২২, প্রশাসনিক ভবন) জমা দিতে হবে।

    গবেষণা প্রস্তাব ইউজিসিতে জমা কবে
    বিশ্ববিদ্যালয় কর্তৃক চূড়ান্ত প্রস্তাবনাগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে পাঠাতে করতে হবে।

    গবেষণা প্রকল্প প্রস্তাব-সম্পর্কিত আরও তথ্য জানতে ক্লিক করতে পারবেন।

আরও পড়ুন