এফসিপিএস মেডিসিন ২য় পর্বের রেজিস্ট্রেশন শুরু

ডাক্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস (মেডিসিন) দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতির জন্য মক টেস্টের নিবন্ধন শুরু হয়েছে।

ফ্যাকাল্টি অব মেডিসিনের পক্ষ থেকে মেডিসিন লিখিত মক পরীক্ষার (Mock written exam) জন্য নিবন্ধন আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক টেস্টে (মেডিসিনের এক পেপার সম্পূর্ণ সিলেবাসের ওপর ৩ ঘণ্টার লিখিত পরীক্ষা) ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিসিপিএসে সশরীর অনুষ্ঠিত হবে। পরীক্ষার পরে ফিডব্যাক সেশন (Feedback session) ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই কোর্সে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর এক হাজার টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের 0781301000000256 অথবা ঢাকা ব্যাংক লিমিটেডের 2071500000887 অ্যাকাউন্ট নম্বরে জমা দিতে হবে। ব্যাংক রসিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে ৮ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।