ইএমবিএ করার সুযোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১০ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। ৬৬ ক্রেডিটের এ কোর্সের সময়সীমা দুই বছর।

আবেদনের যোগ্যতা

* বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে; অথবা

* স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩/৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

* শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;

* এসএসসি ও এইচএসসিতে প্রথম শ্রেণি বা বিভাগ বা ৩.৫–এর বেশি জিপিএ থাকলে ৩ পয়েন্ট, দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–৩ থেকে ৩.৫–এর নিচে হলে ২ পয়েন্ট এবং তৃতীয় শ্রেণি বা বিভাগ বা ২.২৫ থেকে ৩–এর নিচে থাকলে ১ পয়েন্ট।

* শিক্ষাজীবনের সব পরীক্ষায় মোট ৬ পয়েন্ট পেতে হবে নিচের হিসাব অনুযায়ী—

* দুই বছরের স্নাতক (পাস) ডিগ্রিতে প্রথম শ্রেণি বা বিভাগ বা জিপিএ–৩.৫ পেলে ৩ পয়েন্ট, দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–৩ থেকে ৩.৫–এর নিচে ১ পয়েন্ট এবং তৃতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–২.২৫ থেকে ৩–এর নিচে ০ পয়েন্ট। তিন বছরের স্নাতক (পাস) ডিগ্রিতে প্রথম শ্রেণি বা বিভাগ বা জিপিএ–৩.৫ পেলে ৪ পয়েন্ট, দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–৩ থেকে ৩.৫–এর নিচে পেলে ৩ পয়েন্ট এবং তৃতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–২.২৫ থেকে ৩–এর নিচে পেলে ২ পয়েন্ট;

* স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণি বা বিভাগ বা ৩.৫০–এর বেশি জিপিএ থাকলে ৫ পয়েন্ট, দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–৩ থেকে ৩.৫–এর নিচে থাকলে ৪ পয়েন্ট এবং তৃতীয় শ্রেণি বা বিভাগ বা জিপিএ–২.২৫ থেকে ৩–এর নিচে পেলে ২ পয়েন্ট;

* প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি থাকলে ১ পয়েন্ট হিসাব করা হবে;

আরও পড়ুন

আবেদন যেভাবে

* আগ্রহী প্রার্থীরা https://www.bsmrstu.edu.bd/dev/sidebar_items/uploaded_files/EMBA_Circular/EMBA_application-Form.pdf লিংকে প্রবেশ করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন;

* পূরণ করা আবেদনপত্রের সঙ্গে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের (এফবিএস) ইএমবিএ প্রোগ্রামের অনুকূলে ০২০০০০৬২৫০৪৩০ অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ১ হাজার টাকা জমাদানের রসিদ যুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে;

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

ইংরেজি বিষয়ে ২০, গণিতে ২০, আইকিউ ও মানসিক দক্ষতায় ১০ নম্বরের এমসিকিউ এবং কম্পোজিশনে লিখিত ১০ নম্বরসহ মোট ৬০ নম্বরের ভর্তি পরীক্ষা ১ ঘণ্টায় অনুষ্ঠিত হবে;

আরও পড়ুন

পরীক্ষা সম্পর্কিত তারিখ

ভর্তি পরীক্ষা: ১১ আগস্ট, বেলা ১১টা থেকে দুপুর ১২টা;
ভাইভা: ১১ আগস্ট, বেলা ২টা থেকে শেষ পর্যন্ত;

** আবেদনের বিস্তারিত জানতে ঢুঁ মারতে পারেন https://www.bsmrstu.edu.bd/dev/sidebar_items/uploaded_files/EMBA_Circular/EMBA%20Circular_Final%202023%20july.pdf এ।

আরও পড়ুন