৬০০ ভেটেরিনারিয়ানকে প্রশিক্ষণ দেবে এলডিডিপি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩০০ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ৩০০ জন মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ানকে (প্রাণিচিকিৎসক) ‘আল্ট্রাসনোগ্রাম মেশিনের ব্যবহার ও মৌলিক বিষয়ে প্রশিক্ষণ’ দেওয়া হবে। গত সোমবার (১৫ জানুয়ারি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের সম্মেলনকক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

আরও পড়ুন

বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে বাকৃবির সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগ। সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের অধ্যাপক মো. আবদুল আউয়াল। এ ছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা।

আরও পড়ুন

কর্মশালাটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক নাছরীন সুলতানা জুয়েনা। স্মার্ট অ্যাগ্রিকালচার ও দক্ষ ভেটেরিনারিয়ান গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

এ সময় ভেটেরিনারিয়ানদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে প্রশিক্ষণের ফলাফল প্রতিফলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য এমদাদুল হক চৌধুরী।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন