বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের ইউরোপে ৫টি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলো তালিকা প্রকাশ করেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৪–এ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্য অর্ধেক ইউরোপের। প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে ইউরোপের এবং উত্তর আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এবারও জোরালো হয়েছে। এবার শীর্ষ ১০টি অবস্থানের মধ্যে পাঁচটি ইউরোপের।

কিউএস ২০ বছর ধরে বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করছে। এবারও বিশ্বের নানা প্রান্তের বিশ্ববিদ্যালয়ের ১৭ দশমিক ৫ মিলিয়ন একাডেমিক কাগজপত্রের বিশ্লেষণ করে ও ২ লাখ ৪০ হাজারেরও বেশি একাডেমিক ফ্যাকাল্টি সদস্য, নিয়োগকর্তা ও বিশেষজ্ঞ সদস্যদের মতামতের ভিত্তিতে র‍্যাংঙ্কিক প্রকাশ করেছে।

একাডেমিক অবস্থা, অনুষদপ্রতি ছাত্র ও শিক্ষক অনুপাত, অনুষদের সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত ৯টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা নিয়েই কিউএস র‌্যাঙ্কিং ঘোষণা করা হয়। এবার প্রথমবারের মতো এ বছর আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, কর্মসংস্থানের ফলাফল এবং টেকসই শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) টানা ১২ বছর ধরে শীর্ষে আছে। এবার বিশ্ববিদ্যালয়টি ১০০ নম্বর পেয়েছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ ৯৯ দশমিক ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং একই দেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ৯৮ দশমিক ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

৯৮ দশমিক ৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ৯৮ দশমিক ১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। ৯৭ দশমিক ৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে আছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ।

আরও পড়ুন

২০২৪ সালের র‍্যাংকিংয়ে ইউরোপের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয় হলো কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় স্থান), অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (তৃতীয় স্থান), লন্ডনের ইম্পেরিয়াল কলেজ (ষষ্ঠ স্থান), ইটিএইচ জুরিখ (সপ্তম স্থান) এবং ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন (নবম স্থান)।

ইউরোপের ষষ্ঠ স্থানে আছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এডিনবার্গ। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউনিভার্সিটি পিএসএল প্যারিস, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, ইকোলে পলিতেকনিক ফেদারেলে দে লুজান (ইপিএফএল) এবং জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি। তথ্যসূত্র: ইউরো নিউজ

আরও পড়ুন