ভারতের পাঠ্যবইয়ে প্রেম–ডেটিং সম্পর্কিত খবরের সংশোধনী

ফাইল ছবি

ভারতের পাঠ্যবইয়ে প্রেম ও ডেটিং সম্পর্কে কোনো অধ্যায় যুক্ত হয়নি। ভারতের বিভিন্ন গণমাধ্যম খরবটি প্রকাশ করেছিল। সেসব প্রতিবেদনের একটি (এনডিটিভি) ধরে প্রথম আলো খবরটি প্রকাশ করেছিলো। এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ‘‘সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)’ নবম শ্রেণির বইয়ে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’’ নামের এক অধ্যায় যুক্ত করেছে। আসলে এটি সঠিক তথ্য নয়। সিবিএসই নবম শ্রেণির পাঠ্যবইয়ে ‘ডেটিং অ্যান্ড রিলেশনশিপ’ নামে কোনো অধ্যায় যুক্ত করেনি। একটি প্রকাশনা সংস্থার বইয়ের অধ্যায় সিবিএসের নয়। সিবিএসই–এর অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েও জানিয়েছে এটি ভিত্তিহীন ও ভুল তথ্য। সংবাদটি তথ্যভিত্তিক না হওয়ায় সংশোধন করা হলো।

আরও পড়ুন
আরও পড়ুন