ভারতে ক্যাম্পাস চালু করছে ইয়র্ক বিশ্ববিদ্যালয়

ভারতের মুম্বাইয়ে নতুন ক্যাম্পাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক। উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ক্যাম্পাস চালুর জন্য। বিশ্ববিদ্যালয়টি আশা করছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে মুম্বাই ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি শুরু করা যাবে।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চার্লি জেফারি এ উদ্যোগকে ‘অত্যন্ত রোমাঞ্চকর’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ভারতের ভবিষ্যৎ নেতা ও উদ্যোক্তাদের শিক্ষায় অবদান রাখার একটি অসাধারণ সুযোগ এটি।’

বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, তাঁদের পরবর্তী কাজ ভারতের ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) থেকে আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া। শুরুতে মুম্বাইয়ের কোনো বাণিজ্যিক এলাকার বিদ্যমান ভবনে শিক্ষাক্রম শুরুর পরে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস তৈরি করবে বিশ্ববিদ্যালয়টি।

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মুম্বাই ক্যাম্পাসে প্রথম পর্যায়ে কম্পিউটার সায়েন্স, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও সাইবার সিকিউরিটি, ব্যবসা, অর্থনীতি এবং সৃজনশীল শিল্পে (ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ) স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু হবে।

আরও পড়ুন

অধ্যাপক জেফারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এ পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। তিনি বলেন, ‘ভারত বৈশ্বিক প্রভাব বিস্তারে, দক্ষতা উন্নয়নে ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি অব ইয়র্ক এ যাত্রায় অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেন, যে শিক্ষার্থীরা ভারতের ক্যাম্পাসে ইউনিভার্সিটি অব ইয়র্কের পাঠ্যক্রম অনুসরণ করে পড়াশোনা করবেন, তাঁরা যুক্তরাজ্যের মূল ক্যাম্পাসের ডিগ্রি অর্জন করতে পারবেন।

আরও পড়ুন