ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের শেষ সময় ১৭ জুলাই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদি প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের ১০ম ব্যাচে (জুলাই ২০২৫) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রোগ্রামটি ৬ মাস করে মোট ৪ সেমিস্টারে শেষ হবে।
আবেদনের যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) অথবা পাস/সমমান ডিগ্রিধারী প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না। গ্রেডিং পদ্ধতিতে জিপিএ/সিজিপিএ-২.৫-এর নিচে হলে আবেদন করতে পারবেন না।
ভর্তি ফরম ও জমা
১৭ জুলাই ২০২৫ পর্যন্ত অফিস চলাকালে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম ১ হাজার ৫৫০ টাকার বিনিময়ে কিনতে হবে। ভর্তি ফরম সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এই সময়ের মধ্যেই (১৭ জুলাই) বিভাগীয় অফিসে জমা দিতে হবে। জমার সময়ই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও নম্বর
১৯ জুলাই (শনিবার), বেলা ৩টা ৩০ মিনিটে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে ১০০ নম্বরে, এমসিকিউ পদ্ধতিতে। ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন হলো: বাংলা ২০, ইংরেজি ২০, সাধারণ জ্ঞান ২০ ও ইসলামিক স্টাডিজ ৪০। ন্যূনতম পাস নম্বর ৪০।
* ক্লাসের সময়
শুক্রবার ও শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত।
* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট