জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীন ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্কলারশিপসহ এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে প্রাথমিক আবেদন চলবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। যাঁরা আগে আবেদন ফরম পূরণ করে ফি জমা দিয়ে আবেদনের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ভর্তিসংক্রান্ত সব শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে।
এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে লিখিত পরীক্ষা ২০ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি ক্যাম্পাসে। ঠিকানা: ইসলাম টাওয়ার (সপ্তমতলা), ১০২ শুক্রবাদ, ঢাকা।