চুয়েট শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে নরওয়ের বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন দুই মেয়াদে এই শিক্ষাবৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে।

১২ এপ্রিল চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এগডার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি প্রোগ্রামে এক সেমিস্টার (৫ মাস) অধ্যয়নের জন্য আবেদন করতে বলা হয়। এর সম্ভাব্য সময়কাল ২০২৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত।

এতে চুয়েটের যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পিএইচডি ও মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ ছাড়া ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সে আবেদন করতে বলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের স্নাতক সম্পন্নকারী অথবা মার্চ ২০২৩–এ তত্ত্বীয় কোর্সগুলো শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

উভয় ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনপত্র ই-মেইলের ([email protected]) মাধ্যমে কেয়ার প্রকল্পের পরিচালক ও চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের কাছে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় আগামী ৮ মে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে পড়ার পাশাপাশি প্রতি মাসে ১১ হাজার ৫০০ নরওয়েজিনার ক্রোনার এবং যাতায়াতের জন্য বিমানের টিকিট পাবেন।

প্রকল্প পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রথম আলোকে জানান, শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের সিজিপিএ, ইন্টারভিউ পারফরমেন্স ইত্যাদি বিবেচনা করা হবে। পাঁচ মাস মেয়াদি (এক সেমিস্টার) মাস্টার্স কোর্সে ৩-৪ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে মাস্টার্সের অবশিষ্ট ৩ সেমিস্টার চুয়েটে সম্পন্ন করবেন।

আবু সাদাত মোহাম্মদ সায়েম আরও জানান, দুই বছর মেয়াদি কোর্সের জন্য ২-৩ জনকে নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ মাস্টার্স কোর্স নরওয়েতেই সম্পন্ন করবেন। আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে সিজিপিএ ৪ স্কেলে ন্যুনতম ৩ দশমিক ৫ থাকতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্তভাবে ১৮ মে এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।