বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করবে ইউএনডিপি-ব্রিটিশ কাউন্সিল

ইংরেজি ভাষার ওপর দক্ষতা আরও বাড়াতে একসঙ্গে কাজ করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল। এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে
ছবি: ইউএনবি নিউজ

ইংরেজি ভাষার ওপর দক্ষতা আরও বাড়াতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল। ১৯ জুন রাজধানীতে ইউএনডিপির অফিসে এ বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়েছে।

চুক্তির লক্ষ্য হলো স্থানীয় ও বৈশ্বিক চাকরির বাজারের জন্য তরুণদের তৈরি করা। এ অংশীদারত্বের উদ্দেশ্য হলো যৌথভাবে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ কোর্স তৈরি করা, যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি করা ও সবার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করা।

ইউএনডিপি বলছে, চুক্তিটি ‘ফিউচারনেশন’–এর আওতায় বাস্তবায়ন হবে। ফিউচারনেশন দেশের ভবিষ্যৎ উন্নয়নে সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন খাতের সঙ্গে একযোগে কাজ করছে। এটি ইউএনডিপি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও গ্রামীণফোনের একটি যৌথ উদ্যোগ।

ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ব্রিটিশ কাউন্সিল ও ইউএনডিপির এই যৌথ উদ্যোগ শিক্ষা, সংস্কৃতি এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য একসঙ্গে পথচলার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশশা বলেন, ‘মানুষকে পরিবর্তন করার পেছনে শিক্ষার যে শক্তি, তা কাজে লাগিয়ে আমরা সারা দেশে তরুণদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করব এবং তাঁদের উদ্যোক্তা বা চাকরির সম্ভাবনাকে আরও শক্তিশালী করে তুলব বলে আশা রাখি।’