ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন বাংলাদেশের মুনজুর মওলা

মুনজুর মওলাছবি: সংগৃহীত

ফিনল্যান্ডে লাপ্পেরান্তা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবিষয়ক সম্মানজনক পদে যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশেমুনজুর মওলা। ফিনল্যান্ডপ্রবাসী সমাজবিজ্ঞানী মুনজুর মওলা বিশ্বের অন্যতম স্বনামধন্য লাপ্পেরান্তা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলবিজ্ঞান বিভাগে ‘ইঞ্জিনিয়ারিং এক্সেপটেবিলিটি ইন আইসিটি ফর সাসটেইনেবল সোসাইটি’ বিষয়ে ডুসেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন।

এক্সটারনাল মূল্যায়ন কমিটিতে ছিলেন যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক রোজআন্না চিটচাইয়ান ও নরওয়ের স্পেশালাইজড ইউনিভার্সিটি অব লজিস্টিকের ইনফরমেটিক অ্যান্ড ডিজিটালাইজেশন বিভাগের অধ্যাপক অলক মিসরা।

এর আগে মুনজুর মওলা আলতো বিশ্ববিদ্যালয়ে ১২ ও হেলসিংঙ্কি বিশ্ববিদ্যালয়ে ৬ বছর কাজ করেন। তিনি আলতো বিশ্ববিদ্যালয়ে কাজ করার সময় বিশ্ববিদ্যালয় কমিটির (২০১৮-২১) ১৫ সদস্যের অন্যতম একজন হিসেবে সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি প্রথম এবং একমাত্র বাঙালি, যিনি এমন একটি সম্মানজনক পদের জন্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০১৫ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ফান্ড কমিটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স শেষে ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে দুটি ডিগ্রি (লাইসেনসিয়েট অব ফিলোসফি ও ডক্টর অব ফিলোসফি) শেষ করেন মুনজুর মওলা। আলতো বিশ্ববিদ্যালয় (২০১২-১৫) ও হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে (২০১৫-১৭) দুটি পোস্টডক্টরেট শেষ করার পাশাপাশি তিনি ফিনিস একাডেমি ফ্যান্ডে পরিচালিত সোলার এনার্জি প্রকল্পে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে তিনটি দেশের সঙ্গে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার মালায়ি বিশ্ববিদ্যালয় ও ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়।

মুনজুর মওলার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে ইউজার এক্সেপটেন্স অব রিনিউয়েবল সলিউশন ও কন্সট্রাক্টিকংজ আ গ্রিন সার্কুলার সোসাইটি। তিনি প্রথম প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিচয় করিয়ে দেন নতুন ও টেকসই অর্থনীতির জন্য সার্কুলার অর্থনীতি। ২০১৯ সালে স্থাপন করেন অনলাইন প্রতিষ্ঠান সার্কুলার ফ্যামিলি ইন বাংলাদেশ।

আলতো বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় মুনজুর মওলা দুটি সায়েন্টিফিক রিসার্চ নেটওয়ার্ক প্রতিষ্ঠিত করেন। মুনজুর মওলা ‘বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড’-এর ফাউন্ডিং সভাপতি। এই সংস্থার বর্তমানে বিভিন্ন বিষয়ে ৮৫ জন বিজ্ঞানী সদস্য। এ ছাড়া তিনি বাংলাদেশিদের খোলা আলোচনার ভার্চ্যুয়াল ফোরাম ‘বুদ্ধিবৃত্তিক আড্ডা’র সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন।

মুনজুর মওলার জন্ম বাংলাদেশে বগুড়ায়। তাঁর স্ত্রী ভানতা সিটি হাইস্কুলের শিক্ষক। তাঁদের দুই সন্তান।