সিভাসুতে উপাচার্য নিয়োগের দাবিতে সড়ক অবরোধ, চলছে শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি
বর্তমানে কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা। পাশাপাশি এ পদে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়োগ না দেওয়ারও দাবি জানান তাঁরা।
আজ শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক লাগোয়া জাকির হোসেন সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালিত হচ্ছে। শিক্ষার্থীরা কর্মসূচির নাম দিয়েছেন ‘ব্লকেড’। জাকির হোসেন সড়কটি নগরের অন্যতম ব্যস্ত পথ। এ পথে ঢাকা-চট্টগ্রামগামী অনেক যানবাহন চলাচল করে। সকাল ১০টায় সড়ক অবরোধ করার পর বিকল্প পথে যানবাহন চলাচল করছে।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের স্নাতকের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৫ বছর ধরে আওয়ামীপন্থী শিক্ষকেরা নিয়োগ–বাণিজ্য করে গেছেন। এ কারণে বিতর্কিত আওয়ামীপন্থী শিক্ষকদের আর প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো পদে তাঁরা চান না।
মো. শাহরিয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ ও যোগ্য অনেক শিক্ষক আছেন। তাঁরা প্রশাসনিক দায়িত্বে এলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়বে। ক্যাম্পাসের বাইরের কোনো ব্যক্তিকে তাঁরা উপাচার্য হিসেবে মেনে নেবেন না। মূলত এসব দাবিতে তাঁরা ব্লকেড কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। তবে বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হবে। এরপর টানা সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মসূচি পালন করবেন তাঁরা।
এর আগে আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। এরপর তাঁরা দাবি আদায়ে স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, এই দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলমান থাকবে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে মশালমিছিল করেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ১৯ সেপ্টেম্বর উপাচার্য নিয়োগের আবেদন জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।