হাসিনা খান

দেশের খ্যাতিমান গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খানকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আরও পড়ুন

পাঠ্যবই নিয়ে অভিযোগ: দায় স্বীকার করলেন জাফর ইকবাল ও হাসিনা খান

স্বাধীনতা পদকপ্রাপ্ত এই বিজ্ঞানী ইলিশের জিনরহস্য ও পাটের জিনবিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়েছে, এ নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। অবসর অব্যাহতিপূর্ব পদে থাকাকালে যে বেতন-ভাতাদি পেতেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে অধ্যাপক হাসিনা খান একই বেতন পাবেন। কমিশনের সদস্য হিসেবে অধ্যাপক হাসিনা খান প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন। এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর।

এর আগে ২০২০ সালের নভেম্বরে অধ্যাপক হাসিনা খানকে দুই বছরের জন্য ইউজিসি প্রফেসর হিসেবে নির্বাচিত করেছিল সংস্থাটি।

আরও পড়ুন

দেশে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

আরও পড়ুন

২০২৪ সালের এসএসসি ও এইচএসসি কবে জানাল শিক্ষা বোর্ড