অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর হলেন কারিগরি শিক্ষা ক্যাডারের ৭ কর্মকর্তা

বাংলাদেশ সরকার
ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি পলিটেকটিক ইনস্টিটিউটে কর্মরত সাত শিক্ষক পদোন্নতি পেয়েছেন। কারিগরি শিক্ষা ক্যাডারের এই সাত কর্মকর্তাকে অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বিভাগ থেকে তাঁদের পদোন্নতি ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. জয়নাল আবেদিন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে পদোন্নতি পেয়েছেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মোহাম্মদ জামসেদুল আলম একই প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. সাদেকুল ইসলাম একই প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন একই প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলী আজম।

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. শাখাওয়াত হাসান। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন একই প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর এ কিউ এ জোবায়ের। আর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মৃদুল দেবনাথ পদোন্নতি পেয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর হয়েছেন।

ফাইল ছবি

জানা গেছে, বিভাগীয় পদোন্নতি ও নিয়োগ বোর্ডের ৮ জুলাইয়ের সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এই সাত কারিগরি শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দেওয়া হয়।

*তালিকা দেখুন এখানে